অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস: জীবনী ও রাজনৈতিক উত্থান
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষস্থানীয় এক নেতাকর্মী। আইনজীবী পেশায় পা রাখা শিমুল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করে আসছেন[1]। তিনি নিজ জেলার মানুষদের কাছে খুব জনপ্রিয়; তাকে নোবেল সুসংহত উদ্যোক্তা বলেও খ্যাত করেছে স্থানীয় সংবাদমাধ্যম[1]। পাবনা-৫ আসন থেকে তার প্রার্থী মনোনয়ন এবং দলের স্থানীয় সমন্বয়ক হিসেবে নিয়োগ তাকে “পাবনার কৃতি সন্তান” হিসেবে পরিচিত করেছে[1][2]। রাজনীতিতে প্রবেশের আগে শিমুল বিশ্বাস পাবনায় থেকেই আইনশাস্ত্র বিষয়ে পড়াশোনা করে বহনকারী একটি আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়েছিলেন। জনম ও ব্যক্তিগত জীবনের ব্যাপারে বিস্তারিত তথ্য খুব কম প্রকাশিত থাকলেও, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের এক সমর্থক হিসেবে তিনি স্থানীয় সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন।
রাজনৈতিক জীবন ও বিএনপিতে উত্থান
শিমুল বিশ্বাস বিএনপির মাঝারি পর্যায়ের নেতা হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। তিনি জয়া লালিতার ছাত্র ইউনিয়ন বা শ্রমিক সংগঠনে সক্রিয় হয়ে থাকতে পারেন। পরবর্তীকালে শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ ভূমিকা পালন করতে থাকেন এবং বেগম খালেদা জিয়ার নৈকট্যপূর্ণ সহকারী হিসেবে পরিচিতি পান। ২০১৮ সালের জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ঢাকার আদালতের বাইরে ঘটে যাওয়া সহিংসতায় তার সংশ্লিষ্টতা নিয়ে গতানুগতিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়[3][4]। সেই ঘটনার পর তিনি পুনরায় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠেন।
রাতদিনের সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির উচ্চপদে উঠে আসেন শিমুল বিশ্বাস। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘকাল ধরেই তিনি খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন সহকারী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন[1]। শ্রমিক অধিকার আদায়ে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম শীর্ষ নেতার স্বীকৃতিও পেয়েছেন[1]। ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তার প্রবল প্রতিশ্রুতিবদ্ধ নেতারূপে শিরোনামে আনে, যেখানে তাকে পাবনা-৫ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়[5]। এর আগে দলীয় সূত্রে অবশ্য জানানো হয়েছিল যেহেতু চূড়ান্ত তালিকাও কিছু পরিবর্তনের অধীন, তাঁর প্রার্থীতা ধরে রাখার ব্যাপারে নিশ্চিত কোনো ঘোষণা দেয়নি[6]। তবুও এই মনোনয়নের প্রাথমিক ঘোষণা থেকেই বুঝা যায় দলের একজন অভিজ্ঞ নেতারূপে তার গুরুত্ব।
বিএনপিতে পদোন্নতি ও দায়িত্ব
শিমুল বিশ্বাসের বিএনপিতে বিভিন্ন দায়িত্ব ও পদ রয়েছে। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন[7][5]। দলের শ্রমিক সংস্থা “জাতীয়তাবাদী শ্রমিক দল” (উক্ত সাংবাদিকদের ভাষায় Sramik Dal) এর প্রধান সমন্বয়ক হিসেবেও তার নাম উচ্চারিত হয়[5]। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম শীর্ষ নেতা এবং শ্রমিক অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন[1]। এছাড়া, সরকারি চাকরিতে থাকাকালীন তিনি বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ জলযান পরিবহন করপোরেশন)-র চেয়ারম্যান ছিলেন[7]। একাধিক সংবাদে উল্লেখ আছে যে, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী হিসেবে শিমুল বিশ্বাস বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত[7]।
রাজনীতিতে স্থানীয় স্তরে তার মর্যাদা জানান দিচ্ছে ২০২৩ সালের ডিসেম্বর মাসের ঘটনা। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে[2]। স্থানীয় নেতাদের অভিভাবকশূন্যতার সময়ে এই পদায়ন ব্যাখ্যা করে বিএনপির জেলা অফিস সদস্য সচিব জানান যে তাঁর নেতৃত্বে জেলা পর্যায়ের আন্দোলন আরও গতিশীল হবে[8]। এছাড়া, অংশীদার সূত্রে জানা যায়, শিমুল বিশ্বাস দৈনিক “দিক্কাল”-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কাজ করেছেন[9]।
পাবনার রাজনীতি ও উন্নয়ন কার্যক্রম
শিমুল বিশ্বাসের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রে আছে নিজ জেলার পাবনা-৫-এর উন্নয়ন। বিভিন্ন সময়ে তিনি পাবনার মানুষের উন্নয়নের ব্যাপারে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি একটি ২৪ দফার “নিরাপদ পাবনা” কর্মসূচি ঘোষণা করেন[10]। কালের কণ্ঠের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এই কর্মসূচি এলাকার নিরাপত্তা ও উন্নয়নের জন্য তিনিটি মূল অন্তর্ভুক্ত করেছে এবং স্থানীয় জনতার উদ্দেশ্যে তার এই উদ্যোগ সফলতার আকাঙ্ক্ষা ঘোষণা পেয়েছে[10]। ঐক্যের দিকে ইঙ্গিত করে সমকালের এক প্রতিবেদন তাকে “পাবনার কৃতি সন্তান” হিসেবে অভিহিত করেছে এবং জানায়, শ্রমিক সমাজ ও সর্বস্তরের জনগণ তার জনপ্রিয়তাকে শ্রদ্ধা করে[1]। এছাড়াও, তার পক্ষে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়নগুলো তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছে যে তিনি বিপুল ভোটে জিতে রাজনীতিতে সাফল্য আনবেন[11]। এসব তথ্য থেকে বোঝা যায় যে শিমুল বিশ্বাস পাবনার রাজনীতির প্রবল একজন অংশীদার এবং তার উন্নয়নমূলক কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে সাড়া ফেলছে।
উল্লেখযোগ্য ঘটনা ও মামলা
শিমুল বিশ্বাস রাজনৈতিক জীবনের নানা পর্যায়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষ ও মামলা মোকদ্দমায় জড়িত হয়েছেন। ২০১৮ সালের শুরুতে, পল্টনের এক বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাজধানীর শাহবাগ থানা পুলিশের রিমান্ডের নির্দেশে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল[3]। এ ঘটনায় আদালতে শুনানিতে শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী শুনানি করেন এবং তিনি জামিন আবেদন করেন[3]। একই বছর উচ্চ আদালত তাকে দুইটি “নাশকতার” মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন[12]। তবে এই জামিন নিয়ে থাকলেও তার বিরুদ্ধে অন্য মামলা ও তদন্ত থাকায় তিনি তখনও মুক্তি পাননি[13]।
২০২২ সালের ডিসেম্বরে ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিস অভিযানকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিমুল বিশ্বাসকে আটক করা হয়[14]। পরে তাকে ওই দফা মামলায় আটক রাখা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তার অসুস্থ মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আদালতে আবেদন করা হলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়[15]। একাউন্ট অনুযায়ী, ১৩ জানুয়ারি ২০২৩ বিকেলে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি[15]। আর এর ঠিক দশেক দিন পরে, ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে[16][17]। সুতরাং আনুমানিক ১৪ মাস জেলবন্দি থাকার পর তিনিই জামিনে মুক্তি পান[18][16]।
তবে মামলার ধারা এখনও সংশোধন না হওয়ায় জামিন পাওয়ার পরও তার বিরুদ্ধে তদন্ত চলমান ছিল। ২০২৩ সালের ১৪ নভেম্বর রাতে পুলিশ তার পাবনা বাসভবনে তল্লাশি চালায়[19]। শিমুল বিশ্বাস তখন সেখানে উপস্থিত না থাকায় তারা তার ছোট ভাই শাহিদুর রহমান টুটুল বিশ্বাসকে গ্রেপ্তার করে[19]। শিমুল পরে অভিযোগ করেন যে পুলিশ তার ৯০ বছরের মাকে জেগে তুলে ক্রমাগত হয়রানি করেছে এবং পরিবারের সব সদস্যের ঘরে খোঁজার নামে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে[20]। এ ঘটনায় দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভী পুলিশের কঠোরতাকে তীব্র নিন্দা জানান।
একইভাবে ২০১৯ সালের ৪ মে দৈনিক দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শিমুল বিশ্বাস অবশ্য ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারিতে পল্টনে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রায় ১৪ মাস পর জানুয়ারি ২০১৯ তে জামিনে মুক্ত হন[18]। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দিন আদালতের বাইরে সংঘর্ষের ঘটনায় তার পুনরায় হেফাজতে নেয়ায় তাকে কয়েক দফায় রিমান্ডে পাঠানো হয়েছিল[4]। সমগ্র এই ফ্লগের ইতিহাস থেকে বোঝা যায় যে শিমুল বিশ্বাস বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় সরকারের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়েছেন, তবে সব ঘটনায় তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক বক্তব্য ও কার্যক্রম
সাম্প্রতিক বছরগুলোয় শিমুল বিশ্বাস বিভিন্ন মঞ্চে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং দেশের জ¦টিল রাজনীতিতে অংশগ্রহণ চালিয়ে যাচ্ছেন। ২০২৫ সালের মে মাসে ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে তিনি বলেন, “জনরা বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে দেখে”[21]। সেই উপলক্ষে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবাধ প্রত্যাবর্তন তুলে ধরেন, যখন তিনি বলেছিলেন যে খালেদা জিয়া খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে তার ছেলে তারিক রহমান বর্তমানে ফিরতে পারেন না[22]। একই অনুষ্ঠানে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বাংলাদেশের শ্রমজীবী মানুষের ত্যাগের কথা স্মরণ করে বলেন যে ‘১৯৭১ সালের গণঅভ্যুত্থানে শ্রমিকরা বিপুল ভূমিকা পালন করেছে’[23]।
পরিবহন খাতের ব্যাপারে তার বক্তব্যও সংবাদে প্রকাশ পেয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ তারিখে পবিত্রা বৈঠক শেষে বগুড়ায় বেসরকারি বার্তা সংস্থা বাসস জানায় যে শিমুল বিশ্বাস পরিবহন খাতকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন[24]। তিনি বলেন, “পরিবহন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”[24] এবং এর সঙ্গে জড়িত মানুষের অনেককে আশ্রয় দেয়। তিনি বর্তমান সরকারের সময়কেও সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার পরিবহন শিল্পকে লুটপাট ও দুষ্কৃতির হাব হিসেবে পরিণত করেছে”[25]।
রাজশাহী ও রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তাদেরও সতর্ক করেছেন যে সুষ্ঠু পরিবহন নেটওয়ার্ক ধরে রাখতে প্রশাসনের ভূমিকা অপরিসীম[26]। এক্ষেত্রে তিনি সিটি পুলিশ কমিশনার, জেলা প্রশাসন-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন-শৃঙ্খলা রক্ষায় অনুরোধ করেছেন।
২০২৫ সালের জানুয়ারিতে দেশের রেলমন্ত্রক ঘিরে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মাঝে শিমুল বিশ্বাস সারা দিন ধরে বিভিন্ন বৈঠকে অংশ নেন। বিডিনিউজ২৪-এর প্রতিবেদন মতে, জানুয়ারি ২০২৫-এ ঢাকা কামালপুর রেলস্টেশনে প্রায় ৩০ ঘণ্টা বন্ধের পর ফের ট্রেন চলাচলে বাধ্য করতে সংস্কার নিয়ে আলোচনায় তিনি ছিলেন[27]। রিপোর্টে বলা হয়েছে, “বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস কথোপকথনে অংশ নেন”[27]। তবে বৈঠক শেষে মূল সমস্যার সমাধান না মিললেও শ্রমিক নেতা মোজিবুর রহমান ৮ জানুয়ারিতে ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেন।
স্থানীয় পর্যায়ে তিনি সমাজের বিভিন্ন শ্রেণির সঙ্গে মিশে আছেন। ২৯ জুন ২০২৫ তারিখে পাবনা জেলার ত্বিরিথানে অলমা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভায় শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন যে ধর্মবিষয়ক নেতা ও আলেমদের জনগণের কল্যাণে কাজ করতে হবে[28]। ওই সভায় তিনি বলেন, “চলমান সময়ের রাজনীতি শুধুমাত্র নাটক নয়; আলেমদের পারদর্শীতার মাধ্যমে দলটিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে”[29]। এছাড়াও তিনি সভায় জোর দেন বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানশীষ’ নিয়ে আসন্ন নির্বাচনে এগিয়ে আসার প্রতি। এসব কাজ ও বক্তৃতা দেখায় যে শিমুল বিশ্বাস দলীয় নেতাদের মতো জনমত এবং সামাজিক সংগঠনগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে নজর দিচ্ছেন।
উপসংহারে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একজন সক্রিয় ও সুপরিচিত নেতা। তিনি আইনগত পটভূমি থেকে উঠে বিএনপি চেয়ারপার্সনের নিবিড় সহকারি হিসেবে দায়িত্ব পালন করছেন[7][5]। পাবনার কৃতি সন্তান হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে[1], এবং তিনি জেলার উন্নয়ন পরিকল্পনায় স্বতন্ত্র চিন্তা প্রকাশ করেছেন[10]। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের মুখোমুখি থেকে তিনি অনেক ক্ষেত্রে লড়াই করছেন[12][17], এবং পাশাপাশি দলীয় নীতি ও কর্মসূচি প্রচারে দ্যুতি ছড়াচ্ছেন[21][24]। সাম্প্রতিক সংবাদ ও কার্যক্রম থেকে বোঝা যায় যে শিমুল বিশ্বাস তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতা দিয়ে বিএনপির সংগঠনে এবং পাবনা এলাকার রাজনীতিতে সক্রিয় অবদান রাখছেন।
সূত্র: বিডিনিউজ২৪, ঢাকা ট্রিবিউন, প্রথম আলো, কালের কণ্ঠ, জাগোনিউজ২৪, যুগান্তর, RTV, সমকাল, দেশ রূপান্তর, বাসস, দৈনিক কান্ট্রি টুডে সহ বিভিন্ন গণমাধ্যম[7][5][18][16][19][15][17][12][1][2][21][27][10][24][28]।
________________________________________
[1] [11] পাবনা-৫ আসনে শিমুল বিশ্বাসকে মনোনয়ন দেওয়ায় বিআইডব্লিউটিসি'র শুভেচ্ছা - Nababani.com
https://www.nababani.com/news/24932
[2] [8] পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হলেন শিমুল বিশ্বাস | প্রথম আলো
https://www.prothomalo.com/bangladesh/district/lu1wlw4ana
[3] শিমুল বিশ্বাস আবারও ৫ দিনের রিমান্ডে
https://www.amarsangbad.com/law-justice/69529/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%AB-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87
[4] [12] [13] দুই মামলায় শিমুল বিশ্বাসের জামিন
https://www.jagonews24.com/law-courts/news/428664
[5] পাবনা-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন শিমুল বিশ্বাস
https://www.dhakatimes24.com/2025/11/03/396084
[6] যে আসনে ধানের শীষ নিয়ে লড়বেন শিমুল বিশ্বাস
https://www.jugantor.com/bnp/1024219
[7] [24] [25] [26] Transport sector plays major role in national economy: Shimul Biswas | Others
https://www.bssnews.net/others/325316
[9] BNP leader Shimul Biswas hospitalised - BanglaPress24
https://en.banglapress24.com/public/article/bnp-leader-shimul-biswas-hospitalised
[10] নিরাপদ পাবনা গড়তে শিমুল বিশ্বাসের ২৪ দফা
https://www.kalerkantho.com/online/country-news/2025/10/19/1593981
[14] [15] প্যারোলে মুক্তি পেলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস
https://www.jugantor.com/tp-news/634389
[16] জামিন পেলেন শিমুল বিশ্বাস
https://samakal.com/bangladesh/article/154039/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8
[17] বিএনপি নেতা শিমুল বিশ্বাসের জামিন
https://rtvonline.com/politics/bnp/209711
[18] BNP leader Shimul Biswas freed on bail | The Daily Star
https://www.thedailystar.net/politics/bnp-leader-shimul-biswas-freed-on-bail-1738582
[19] [20] শিমুল বিশ্বাসকে না পেয়ে তার ছোট ভাইকে আটক
https://www.deshrupantor.com/467405/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95
[21] [22] [23] Shimul: People see Khaleda Zia as symbol of trust
https://www.dhakatribune.com/bangladesh/politics/380172/shimul-people-see-khaleda-zia-as-symbol-of-trust
[27] Kamalapur loses Tk 12m to train strike
https://bdnews24.com/bangladesh/fd96abbb0621
[28] [29] Special Assistant to BNP Chairperson Shimul Biswas exchanges views with Olama Dal leaders, activists in Pabna
https://dailycountrytodaybd.com/public/story/special-assistant-to-bnp-chairperson-shimul-biswas-exchanges-views-with-olama-dal-leaders,-activists-in-pabna
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন